পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টায় অগ্রণী ব্যাংক পুরান বাজার শাখার সামনে একটি তেলের দোকান থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
জানা গেছে, সন্ধ্যার সময় একটি তেলের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধশত কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নেভাতে পটুয়াখালীসহ বরিশালের বাখেরগঞ্জ, বরগুনার আমতলি, পটুয়াখালীর বাউফল ও কলাপাড়ার মোট ৬টি ইউনিটের দমকল কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনছার বাহিনী কাজ করেছে। আগুন নেভাতে সহায়তা করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তবে পানি সংকটের কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেগ পেতে হয়েছে। পাশে অগ্রণী ব্যাংক ছিল ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।
পটুয়াখালী দমকল স্টেশনের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে পটুয়াখালীর দুটিসহ আশপাশের সব জেলা উপজেলার দমকল কর্মীরা ছুটে এসেছে। অনেকগুলো প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না।