
কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বৃষ্টি পাতের সময় বজ্রপাতে শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল দুপুরে উপজেলার লাওকোরা গ্রামের পশ্চিমপাশের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।
গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব খন্দকার বলেন, ‘ দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন শাহাবুদ্দিন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আর কেউ আহত হননি।’
’হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহাবুদ্দিনকে হাসপাতালে আনার আগেই মারা যান।’ এই সময়ে ঝড়–বৃষ্টিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।