
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে স্ত্রী বাপের বাড়ী চলে যাওয়ার পর আর ফিরে না আসায় অভিমানে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম জাকির তবক গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, আট মাস আগে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মজিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম। বিয়ের পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরপর ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। এরপর চেষ্টা করেও তার স্ত্রীর অভিমান ভাঙাতে পারেনি জহিরুল ইসলাম। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে বুধবার সন্ধ্যায় জহিরুল ইসলামের পরিবারের সঙ্গে ফোনে বাগবিতন্ডা হয়। এর জের ধরে বুধবার রাত ৮ টার দিকে বিষ পান করেন জহিরুল ইসলাম। বিষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলামের মৃত হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।