
এস এম নাসির মাহামুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন সভাপতি এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিষয়টি আমতলী উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। মোঃ ফয়সাল বারী ফেসবুকে লিখেন জেলা আওয়ামী লীগের নেতারা কোথায়?কোথায় দল বিক্রি করেছেন বা তাদের ব্যর্থতা কোথায় ছিল? এই সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখান থেকে আওয়ামী লীগের নেতাদের অনেকে শিক্ষনীয় আছে। কে এম রিমন নামে একজন লিখেন পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে।
জানা গেছে,গত ৩ এপ্রিল ইসলামী আন্দালন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের সাথে সাক্ষাত করে তার হাতে হাত রেখে অ্যাডঃ মো. মনিরুল ইসলাম মনি আওয়ামী লীগ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে সদস্য পদ গ্রহণ করেন।
তবে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ পত্র দিয়েছেন কিনা এবিষয়ে এডভোকেট মনিরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
যোগদানের বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো.বায়েজিদ নিশ্চিত করে বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম মনি পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে বাংলাদেশ ইসলামী আন্দোলনে বয়াত (যোগদান) করেন। তিনি আরো বলেন, দলের কর্মী না হলে তার দলীয় পদ পদবি পাওয়ার কোন সুযোগে নেই।
এবিষয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অপরাধী ও দাগী রয়েছেন তাদের যোগ দেয়ার কোন সুযোগ নেই। তবে যারা অন্য দলের সঙ্গে সম্পৃক্ত তওবা করে বা দলের প্রধান নিকট বয়াত নিতে পারেন। এজন্য তারা দলের পদ পদবি ধারী হবেন না।
উল্লেখ্য এর আগে আমতলী উপজেলা মুজাহিদ কমিটির আয়োজিত আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত বাৎসরিক মাহফিল শেষে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে হাত রেখে আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।