
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার ১৭ এপ্রিল পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের দায়ে ওই মাদ্রাসার অফিস সহকারি গিয়াস উদ্দিন বকাউর কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, ঘিলাতুলি মাদ্রাসা অফিস সহকারী( কাম) হিসাব সহকারী গিয়াস উদ্দিন বকাউলকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দায়িত্ব পালনে অবহেলা করায়, কেন্দ্র সচিব ও হল সুপারকে, দায়িত্ব পালন থেকে অব্যাহতি এবং একটি ফটোকপির দোকান সিলগালা করে দোকান মালিকের বিরুদ্ধে মামলা করেন।