
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাই খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম উদ্দিন খান ও তার ছেলে রবিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার শোমসপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহিম উদ্দিন খান উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাই। তার ছেলে রবিন খান নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, তাদের নামে ডাকাতির মামলা রয়েছে। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।