
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে আপন চাচা মোশাররফ হোসেন কর্তৃক ভাইর ছেলের বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণ মামলা দায়ের করে মোটা অংকের টাকা দাবীর অভিযোগ উঠেছে চাচা মোশারেফ হাওলাদারের এর বিরুদ্ধে।
স্থানীয় ও সরজমিনে গিয়ে একাধিক সুএে জানা যায়, মোশারেফ হাওলাদার ও তার ভাই মো, সেলিম হাওলাদারের মাঝে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় পর্যায় অনেক সালিশ ব্যবস্থা হয়েছে কিন্তু মোশারেফ হাওলাদার কোন সালিশ ব্যবস্থাই মানেন না তাই আপন ভাই সেলিম হাওলাদার কে গায়েল করার জন্য তার মেয়ে মোসা, মর্জিনা দ্বারা গত ২০/০৩/২০২৫ বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মো, নাঈমকে প্রধান আসামি করে তার বাবা মো, সেলিম হাওলাদার মা হাওয়া বেগম, ভগ্নিপতি মোহাম্মদ তুহিন ও বোন মোসা, সাথী বেগমসহ ৫ জনার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৮১ /২৫ বর্তমানে মামলাটি আমতলী থানায় তদন্তধীন রয়েছে।
ভুক্তভোগী সেলিম হাওলাদার জানান, আমার ভাই মোশারেফ হাওলাদার জমি বিরোধ কে কেন্দ্র করে তার মেয়ে মর্জিনা দ্বারা ধর্ষণ মামলা দিয়েছে এমনকি আমার মেয়ে সাথী ও জামাই তুহিন ঢাকা মিরপুর চাকুরী করেন। তাদের কেও মামলায় দিয়েছে। আমি এর বিচার চাই। আমি শালিসী ব্যবস্থা মানি আমার ছেলে অন্যায় করলে তার বিচার হবে।
তিনি আরো বলেন, মামলা করার পর থেকে মামলার বাদী আমার ভাতিজি মোসা, মর্জিনা ও তার মা পলাতক রয়েছে। তিনি আরোও বলেন মর্জিনার মামা জলিল শিকদারের উদ্যোগে তার বাড়িতে ২৭ শে রমজান আত্মীয়-স্বজন সহ স্থানীয় গণ্যমান্য মো, হারুন প্যাদা, মো. সোহরাফ গাজী, মো. মোশারেফ তালুকদার, আলম হাওলাদার, মো, নান্নু ও মো. পাশা মিয়াকে নিয়ে সালিশ বৈঠকে বসি উক্ত সালিশ বৈঠকে মর্জিনার বাবা মোশারেফ হাওলাদার ৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিলে তার মামলা তুলে নিবেন বলে জানান।