
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর দইউনিয়নের উপাদী ছৈয়াল বাড়ির পাশে নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে আমির হামজা (৩) বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার ১০ এপ্রিল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
শিশুটির মৃত্যুতে পরিবারের কান্নার আর্তনাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সকালে আমির হামজা তার খালাতো ভাই আব্দুর রহমান (৪)-এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মামলা প্রক্রিয়াধীন।