
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে এবার ২০২৫ শিক্ষাবর্ষের ৮ উপজেলায় এস এসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ কেন্দ্রে ৩৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সভা ও সরকারি দিকনিদের্শনার নীতিমালা অনুসরণ বা মেনে চলতে হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভকেশনাল) ও দাখিল ( ভকেশনাল ) পরীক্ষায় ৭৭ কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ৩৪ হাজার ২৪৫ জন।
এর মধ্যে এসএসসিতে ২৫ হাজার ২ জন, দাখিলে ১ হাজার ৭৮৮ জন, ভকেশনালে ৭ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন , এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃংখল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যে সকল শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবে না তারা পরীক্ষার কেন্দ্রে আসতে পারবেন না। প্রতিবছর একটি করে ভিজিল্যান্স টিম থাকলেও এ বছর প্রতি উপজেলায় ৫ টি কের ভিজিল্যন্স টিম থাকবে।
সংশ্লিষ্ঠ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকাকররি দিকনিদের্শনা জানানোর জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভাটি হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসন কর্তৃক অনেকগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা কর্তৃক সরকারি নির্দেশিকা পাঠ করে উপস্থিত সকলকে অবহিত করা হয়। নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হবে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।