
বরগুনা প্রতিনিধিঃ
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ১১২ জন সাহসী জুলাই যোদ্ধার জন্য আজীবন সরকারি ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেছে বরগুনা জেলা প্রশাসন। এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো: শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরগুনার পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃ আব্দুল হালিম ,অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মহোদয়, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, বরগুনা জেলা সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রধানসহ গুণীজনেরা।
অনুষ্ঠানের শুরুতেই এক জুলাই যোদ্ধা মোঃ হান্নান মিয়ার হাতে প্রতীকী কার্ড প্রদান করেন জেলা প্রশাসক । এরপর ধাপে ধাপে বাকি যোদ্ধাদের মাঝে কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এক স্বাগত বক্তব্য প্রদান করা হয় যেখানে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কিছু দাবিদাওয়ার কথা তুলে ধরেন জুলাই যোদ্ধা মোঃ হান্নান মিয়া।
আনন্দঘন এ পরিবেশে শেষে একটি সম্মিলিত ফটোসেশনে অংশগ্রহণ করেন অতিথি ও জুলাই যোদ্ধারা।
এ ধরনের উদ্যোগ জুলাই আগস্ট গণআন্দোলনের ইতিহাসকে সম্মানিত করার পাশাপাশি, বীরদের প্রতি জাতির কৃতজ্ঞতার প্রতীক হিসেবে গণ্য হচ্ছে।