
কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো.ইউসুফ গাজীকে নাশকতার মামলায গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার ১৯ এপ্রিল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। ইউসুফ গাজী চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদীর মৃত আ.মালেক গাজীর বড়ো ছেলে। তিনি চাঁদপুর পৌরসভার ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়,শনিবার ভোর রাতে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাড়ি থেকে মো.ইউসুফ গাজীকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
ওসি মজিবুর রহমান বলেন,‘ আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে গ্রেপ্তার করার পর তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে । ’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন,‘তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে । ’