সোহরাব হোসেন,বরগুনা সংবাদদাতাঃ
নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে বরগুনা সদরের, আয়লা পাতাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় সন্দেহভাজন ৯জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বরগুনা থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের, পাকুরগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত হয়েছেন ১০জন। এদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে , পাঁচজনার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বরগুনা থেকে একটি মাইক্রো গাড়িসহ পাকুরগাছিয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ আসেন ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল। তখন আসাদুজ্জামান ঠান্ডা ও বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা পনুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় পনুর সাথে থাকা লোকজন পনুকে বাঁচাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আহত হয় উভয় পক্ষের ১০ জন।
পরে স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থাল পরিদর্শন করেছেন বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস সালাম, এই ঘটনায় আয়লা পাতাকাটা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, উল্লিখিত ঘটনায় সন্দেহভাজন নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, ঘটনার সাথে জড়িতদের কে গ্রেফতারের জন্য বরগুনা জেলা পুলিশ মাঠে কাজ করছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।