
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকিরের আয়োজনে ইফতার পার্টি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল পাঁচটায় মো জালাল উদ্দিন ফকিরের নিজ বাড়ি সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো জহিরুল ইসলাম মামুন ভিপির সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ন মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান হিরু মৃধা, মো. জালাল মৃধা, মো. ইলিয়াস খান উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মো কবির উদ্দিন ফকির, জামায়াতে ইসলামী আমতলী উপজেলা আমির, অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসেইন, শুরা সদস্য মো. আবদুল মালেক,ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী,সেক্রেটারি গাজী মো,বাইজিদ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ময়নদ্দিন মামুন, যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, মো, জামাল খান, মো,সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বর মো, জসীম উদ্দিন হাওলাদার, আমতলী সরকারি কলেজের ছাএদলের সাবেক সদস্য সচিব মো, মনির ডাকুয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।