
এস এম নাসির মাহামুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার মানিক ঝুড়ি গ্রামে গরুর ফার্মের মল মূত্র খালে ফেলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। ঐ গ্রামের রিপন সিকদার ০৫ বছর যাবৎ গরুর ফার্মের মল মুত্র পার্শ্ববর্তী খালের সাথে নিজাম সিকদারের জায়গার উপর দিয়ে জোড় পূর্বক পাইপ লাইন নিয়ে খালে ফেলায় খালের দুই পাড়ের মানুষ পানি ব্যাবহার করতে পারছে না । তাছাড়া এলাকায় দূরগন্ধ ছড়াচ্ছে।
নিজাম সিকদার জানান, তার নিজস্ব জমি কেটে জোড় পূর্বক পাইপ দিয়ে রিপন সিকদার গরুর ফার্মের মল মূত্র পাশ্ববর্তী খালে ফেলে আসছে। তাকে বার বার নিষেধ করা সত্বেও সে কর্নপাত করছে না।
পরিবেশ আইন অনুযায়ী কোন ঘনবসতী পূর্ন স্থানে গরুর ফার্ম করা যাবে না। অবিলম্বে গরুর মল মূত্র অন্যত্র ফেলানোর দাবী খালের দুই পাড়ের মানুষের।