কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুর জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১ লা মে সোমবার সকাল ১০ টায় শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে এক বর্নাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ঃ ইমতিয়াজ হোসেন। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কের আসিফ মহিউদ্দিনসহ শ্রমিক নেতৃবিন্দ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আপনারা যারা যে সব সমস্যার কথা বলেছেন তা সমাধান করা সম্ভব।চাষ করা মাছ যদি বাজারে না থাকতো সাধারন মানুষ না খেয়ে থাকতে হবে। আমাদের বিবেকের বিষয়। চার মাস আগে আইন শৃঙ্খলার সভায় সিদ্ধান্ত হয়েছে যত্রতত্র যানবাহ থামানো যাবে না, সিএনজি ও ইজি বাইকের ডান পাশ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। আজকে আমরা মে দিবস পালন করছি “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। শ্রমিক-মালিকের সমন্নয়ে আমরা প্রশিক্ষনের ব্যবস্হা করবো।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বি পি এম ( বার) বলেন, অনেক শ্রমিক এখনো বেতন ভাতা পাচ্ছে না। যারা মেহনতি মানুষ তাদের পরিশ্রমের টাকায় আমাদের বেতন হয়। আমাদের দেশ এখন উন্নতশীল দেশের দিকে যাচ্ছে। তা সম্ভব হচ্ছে আপনাদের শ্রমের কারণে। গত কিছুদিন পূর্বে লঞ্চ মালিক শ্রমিকদের সমঝোতা করা হয়েছে। রাস্তায় চলতে গেলে আমদের গাড়ি চালানোর প্রশিক্ষন দেওয়া চমৎকার সিদ্ধান্ত। চাঁদপুর জেলায় যদি ১৬ হাজার সিএনজি চলাচল করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৬ টি গাড়ি ধরে নিলে সমস্যা কোথায়। আপনাদের গাড়ি ধরাতো আমাদের দায়িত্ব না। সড়কে শৃঙ্খলা আনা আমাদের দায়িত্ব।
স্বাগত বক্তব্য রাখেন শ্রম কল্যাণ সংগঠক মোঃ হযরত আলী। এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা বাংলাদেশ -নৌ- যান শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ বিল্পব সরকার, চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক হাফেজ জাকির হোসেন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক, ট্রাক ও ট্যান্ক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম মন্টু,সিএনজি শ্রমিক ইউনিয়নের কামাল হোসেন।