
মো. মোজাম্মেল হক, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে চোরাই পথে আসা ৯৪ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। গতকাল সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের সাফর্তা গ্রামের বৈরান খানের লেবু বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শাখাতি গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৭) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের সাফর্তা গ্রামের সেলিম খানের ছেলে রাকিব হাসান খান (২৪)।
মির্জাপুর থানার পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে লালমনিরহাট, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, যশোরসহ ভারতের সীমান্তবর্তী জেলাগুলো থেকে চোরাই পথে ফেনসিডিল, গাাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক এনে ফেরি করে বিক্রি করে আসছে। গোপন সংবাদ পেয়ে গতকাল সোমবার রাতে ওয়ার্শি এলাকায় অভিযান চালানো হয়। বাজারের ব্যাগভর্তি ফেনসিডিলসহ ঐ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারি বাদশা ও রাকিব আন্তঃজেলা মাদক চোরাকারি চক্রের সক্রীয় সদস্য। তাদের নামে একাধিক মামলা রয়েছে। মামলার পর রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।