
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে্।
বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকালে হাজিগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
২ সন্তানের জননী মৃত শিল্পী বেগম গ্রামের পাতানিশ গ্রামের আনোয়ার হোসেন এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাড়িতে পরিবারটি একা থাকে। ঘটনার দিন সকাল বেলা শিল্পী বেগম রান্না ঘরে বিছানো শিলপাটাতে রসুন বাটার সময় শিলপাটার নিচের গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তার হাতে কামড় দেয়। শিল্পী বেগম চিৎকার দিয়ে উঠলে ছেলে শাকিল ও স্বামী দৌড়ে গিয়ে রশি দিয়ে ক্ষতস্থানে বাঁধ দেন।
পরে শিল্পীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা রেফার করা হয়। কুমিল্লা নেয়ার পথে বেলা দু’টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যে শিল্পী বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু সাপে কেটে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।