
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খেয়াঘাটে সরকার নির্দেশিত জেলা পরিষদের নির্ধারিত ভাড়া থেকে খেয়া পারাপারে যাত্রী সাধারণের কাজ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যৌথ বাহিনীর অভিযান।
রবিবার ২০ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ টোল আদায়কারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের নেতৃত্বে ছিলেন জেলার মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট জাবেদ হোসেন চৌধুরী।
গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে অতিরিক্ত টোল আদায় কারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাবেদ হোসেন চৌধুরী।