
মনিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক ‘দৈনিক আমার দেশ’-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আমার দেশের কলাপাড়া ও কুয়াকাটা পাঠকমেলার যৌথ আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আমার দেশ-এর কুয়াকাটা প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিকের সঞ্চালনায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাবেক সভাপতি জাহিদ রিপন, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুণ্ডু নিলয়, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, আমার দেশ-এর কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমানের নেতৃত্বে ‘আমার দেশ’ পত্রিকা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক। তাঁকে এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।’
তাঁরা আরও বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলা-মামলার শিকার হচ্ছেন, তাদের পাশে সাংবাদিক সমাজ সb বসময় থাকবে।’
এসময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।