অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-২।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলন চলকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। ওই ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। গতকাল রাতে র্যাব-২ এর একটি দল তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করে।