
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব প্রেসক্লাবের আয়োজনে মতলবে কর্মরত সকল প্রিন্টু ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মিলনমেলায় উৎসব মূখর পরিবেশে বর্ষবরণ বাংলা নববর্ষ-১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। পুরানো দুঃখ গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের মিলনমেলার এক নতুন অধ্যায়ের সূচনায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে মতলবের সচেতন মহলের প্রশংসায় স্থান করে নিতে পেরেছেন এবারের প্রেসক্লাবের আহবায়ক কমিটির সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দ ও কার্যকরী কমিটির সম্মানিত সাংবাদিকবৃন্দ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় বর্ষবরণ অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক (সাবেক প্রেসক্লাব সভাপতি ) গোলাম সারোয়ার সেলিম এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রেদোয়ান আহমদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিন উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনর, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি ) মোঃ সালেহ আহমেদ,কবি ও সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, সাপ্তাহিক মতলব কন্ঠের নির্বাহী সম্পাদক মেঃ মুজাহিদুল ইসলাম কিরন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহ্বায়ক (সাবেক প্রেসক্লাব সভাপতি) মোঃ আমির খসরু প্রধানিয়া।
এ সময় উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা,, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ডিজিএম পল্লী বিদ্যুৎ , চিকিৎসক, শিক্ষক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের উদ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বাঙালি গ্রাম বাংলার লোক সনস্কৃতির রীতি অনুসারে দই ছিড়া, খই, মিষ্টি সহ বিভিন্ন ফলাদির খাবার পরিবেশন করা হয়।