ইমদাদুল হক, পাইকগাছাঃ
পাইকগাছার পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামীকে ৪ ঘন্টার মধ্যে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে উপজেলার বিরাশী গ্রামের আবুল হাসানের ছেলে মনিরুল ইসলাম (৩৮) কে আটক করে থানা পুলিশ।
পরে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ভ্যান যোগে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে পৌর সদরের পোস্ট অফিস মোড়ে পৌছালে আসামী মনিরুল হ্যান্ডকাপ সহ পুলিশ ভ্যান থেকে লাগিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোজাখুজির পর রাত ১০ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রোড থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, আসামী একটি ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে মনিরুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ ভ্যান যোগে থানায় আনা হচ্ছিল। থানার কাছা কাছি পৌছানোর পর হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামী মনিরুল পোস্ট অফিস মোড় থেকে পুলিশ ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ৪ ঘন্টা পর বাতিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকারি হেফাজত থেকে পলায়ন করার অপরাধে আসামী মনিরুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
থানার এএসআই নাসির উদ্দীন বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়ছেন ওসি রফিকুল ইসলাম।