
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পিটিসি ৫৪তম টিআরসি জানুয়ারি ব্যাচের প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ই জানুয়ারি-২৫) সকাল ৯ ঘটিকায় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি ৫৪তম টিআরসি জানুয়ারি ব্যাচের প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (সিআইডি) মো. মতিয়ার রহমান শেখ উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মহেড়া পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, টাঙ্গাইলের অ্যাডিশনাল ডিআইজি বৃন্দ,পুলিশ সুপারবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি সহ আরও অনেকেই।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন। দির্ঘ ছয়মাস সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ৫৪ তম টিআরসি জানুয়ারি ব্যাচের মৌলিক প্রশিক্ষণ ৭৭৩ জন কনস্টেবল সফলতার সাথে সম্পন্ন করেন।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্স পরবর্তী কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাধে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন।