কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিন বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রি করায় ৪ ব্যবসায়িকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার ১১ ডিসেম্বর দুপুরে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান নিয়মিত পরিচালিত হয়।
এ সময় মতলব দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।