কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪ টি সংসদীয় আসনের ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া পাঠিয়ে দের মধ্যে ১১ জনই স্বতন্ত্র প্রার্থী।মনোনয়নপত্রের সাথে নির্বাচন কমিশনে জমা দেওয়া ১১ জন প্রার্থীর ঋণ খেলাপী সহ বিভিন্ন তথ্য উপাত্ত গরমিল থাকায় ৪৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে ১১ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোোঃ কামরুল হাসান |
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন:-
চাঁদপুর-১ আসনে কচুয়া নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, রাহাত চৌধুরী, শওকত হোসেন মিয়া, বাংলাদেশ কংগ্রেস দলের জামাল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী মোঃ সেলিম প্রধান।
চাঁদপুর-২ আসনের ( মতলব উত্তর ও দক্ষিণ) মোঃ শাহ আলম সরকার।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ সেলিম, জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ ও
চাঁদপুর-৫ আসনে (হাজিগঞ্জ -শাহারাস্তি) বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট মোহাম্মদ আকতার হোসেন, জাসদ প্রার্থী মোঃ মনির হোসেন মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানিয়া | আওয়ামিলীগের ৫টি আসনের প্রার্থীসহ ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।