কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
আজ ৪ ডিসেম্বর চাঁদপুরের মতলব মুক্ত দিবস | দিবসটি উপলক্ষে সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে মতলবের জনগণ |
১৯৭১ সালের আজকের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন বৃহত্তর মতলবের মাটি থেকে বিতাড়িত হয়।
.
১৯৭১ সালের ৮ এপ্রিল হানাদার বাহিনী ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর জেলার তৎকালীন মতলব থানায় আসে। তারা সেখানে ক্যাম্প স্থাপন করে। তারা মতলবের বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করে ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তখন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানরা মতলবের খিদিরপুর, বহরী, বাগানবাড়ি, মোহনপুর ও এনায়েতনগর এলাকায় ৫টি ঘাঁটি তৈরি করে হানাদার বাহিনীর সঙ্গে মোকাবিলা করে।
এ সময় মতলবের ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের প্রবল প্রতিরোধের মুখে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকবাহিনী নদীপথে মতলব ছাড়তে বাধ্য হয়।