কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
কুমিল্লায় ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল, কভার ভ্যানসহ চালক হত্যাকারীকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মুহসীন আলম।
তিনি জানান, রোববার রাতে কুমিল্লার একটি গার্মেন্টসের নারীদের ব্যবহৃত ৩২৮ কার্টুন পোশাকসহ কভার ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভার পুরানবাজার এলাকার একটি অটো গ্যারেজে মালামাল নামানোর সময় রুবেলকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি মোহাম্মদ রুবেল নোয়াখালী সদরের মোঃ হুমায়ুন কবিরের ছেলে।
তাকে মঙ্গলবার কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে | তিনি আরো জানান ,গাজীপুর চৌরাস্তার ক্রিস্টাইল গার্মেন্টসের এক কোটি টাকা মূল্যের নারীদের ইনার’সহ পোশাক সামগ্রী ও কাভার ভ্যানটি ডাকাতি করে নিয়ে আসে।
মঙ্গলবার সকালে কাভার ভ্যানের চালক আবদুল কাদেরের মৃতদেহ কুমিল্লা ঝাউতলা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের বিষয়টি শিকার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।