তোবারক হোসেন খোকন,দুর্গাপুর প্রতিনিধিঃ
পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৩০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেওনা ফেরায় খুঁজতে শুরু করে সহকর্মীরা। কোথাও না পেয়ে পুকুর পাড়ের গাছের নিচে জামা-কাপড় আর সাবান দেখে পানিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই পুকুরেরপানিরতল থেকেই তাকেউদ্ধার হয়। সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিমুলতলী গ্রামের আমবাগান এলাকার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম পেশায়ট্রাকচালকবলেজানা গেছে। তারবাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাচারিপাড়া এলাকায়। তার বাবার নাম নূর ইসলাম।
নিহতের সহকর্মীরা জানায়, সোমবার বিকেলে শেরপুর থেকে দুর্গাপুরের শিমুলতলী এলাকার বালুব্যবসায়ী মো. শিমুল মিয়ার ট্রাক চালানোর জন্য আসে জাহাঙ্গীর। এরপর বিকেলে গোসল করার কথা বলে পুকুরে যায়। পরে সন্ধ্যা হয়ে গেলেও না ফেরায় সহকর্মী আলামিন ও ট্রাকমালিক শিমুল মিয়া সহ অন্যান্য লোকজন খোঁজাখোঁজি শুরু করেন। কোথাও খুঁজেনা পেয়ে এক পর্যায়ে তারা পুকুরের কাছে গিয়ে গাছ তলায় জামা-কাপড় ও সাবান পড়ে রয়েছে। এ সময় পুকুরে নেমে তল্লাশি চালালে পানির তল থেকে তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, জাহাঙ্গীরের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।