দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে নদী থেকে বালি উত্তোলনের ফলে পরিবেশগত এবং সামাজিক প্রভাব বিষয়ক গবেষণা কাজের বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাস্টি সংস্থা সিইজিআইএস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সিইজিআইএস ট্রাস্টের সমাজ বিজ্ঞানী ফয়সাল আহমেদের সঞ্চালনায় ও সাবেক অতিরিক্ত সচিব এবং সিইজিআইএস এর উপদেষ্টা মো. মোতাহার হোসেনের সভাপতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউনিভার্সিটি অফ বার্হিংহোম যুক্তরাজ্যের গবেষক ড. তাহমিনা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সিইজিআইএস এর সমাজ বিজ্ঞানী মো. সাইফুদ্দিন মাহমুদ প্রমুখ।