মোঃ সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ
বরগুনায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল অনুমান চারটায় সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের, লতাবাড়িয়া এলাকার গোলাম মোস্তফার বাড়ির সামনের দক্ষিন পাশে আহতদের ভোগ দখলীয় জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, জেন্নাত আলীর ছেলে আনোয়ার হাং’ (৩৮), ইউনুস হাওলাদারের ছেলে ফেরদৌস (৩২), জেন্নাত আলীর ছেলে ইলিয়াসুর রহমান (৪৫), আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে, এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর, বর্তমানে পুরুষ ওয়ার্ডে ৩০, ৩১ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছে।
আহত আনোয়ারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি এজাহারের অভিযোগ করেছেন, অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বাসিন্দা এলাকার ভূমি দস্যু আঃ হক মোল্লার ছেলে শফিক ওরফে আঃ খালেক (৩৫), ইউসুফ (৩২), হাবিবুর রহমানের ছেলে সাকিব (২০), মৃতঃ আকাব্বার মোল্লার ছেলে আঃ হক মোল্লা (৫৫), আঃ করিম মোল্লা (৫০), হাবিবুর রহমানের ছেলে রাকিব (২৫), শফিক ওরফে আঃ খালেক স্ত্রী মোসাঃ জোসনা (৩২), এরা রামদা, ছেনা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, আহত আনোয়ার ও ফেরদাউসদের জে এল নং ২০ কেওড়াবুনিয়া মৌজার এস.এ খতিয়ান নং ৪২৮ হাল দাগ নং- ১৮০৯ দাগের জমিতে পাওয়ার টিলার নিয়া জোর পূর্বক অভিযুক্ত ভূমি দস্যুরা চাষাবাদ করতে গেলে, আহত আনোয়ার বাধা দেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তদের হাতে থাকা ধারালো রামদা, ছেনা, লোহার রড ও বাশের লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
আহত আনোয়ারের স্ত্রী রুমা বেগম বলেন, স্বামীর ডাক চিৎকারে শুনে বাচাইতে গেলে অভিযুক্তরা আমাকে মারধর করে আমার পরনের কাপর চোপর টানা হেচরা করিয়া লজ্জা শীলতাহানি ঘটায়। আমার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমান ৮০,০০০/- হাজার টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়। অভিযুক্তরা মারধর করে যাবার সময় আমাকে খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। তবে এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে রয়েছে।
বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়া দিন তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।