সোহরাব বরগুনা সংবাদদাতাঃ
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই রাকিব হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে তালতলী থানাধীন পশ্চিম অংকুজান পাড়া হতে ফেরদৌস তালুকদার (২৪) পিতা বেল্লাল তালুকদার সাং- দক্ষিন পাতাকাটা, থানা তালতলী জেলা-বরগুনা, ইয়াছিন (২২) পিতা সিদ্দিক হাওলাদার , ফরিদ খন্দকার (২০) পিতা- ফারুক খন্দকার, উভয় সাং- পশ্চিম অজানাপাড়া, উভয় থানা-তালতলী, জেলা বরগুনাদ্বয়কে অবৈধ মাদক গাজাঁ সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অবৈধ মাদক গাঁজা বিক্রি করে আসছিলেন। এ ঘটনা সংক্রান্তে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।