বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী-পুরাকাটা পায়রা নদীর নৌকা পারাপারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় তিন নৌকার মাঝিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ মে) বিকেলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম এ দণ্ডের আদেশ দেন।
স্থানীয়রা জানান, পায়রা নদীতে আমতলী-পুরাকাটায় নৌকা পারাপারে জেলা পরিষদ নির্ধারিত ভাড়া ছিল ২০ টাকা। কিন্তু ইজারাদার জাকির হোসেনের বিরুদ্ধে গত এক মাস ধরেই ২৫ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এমনকি সন্ধ্যায় ৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করতেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই রোববার আমতলীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম পায়রা নদীর খেয়াঘাটে অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে তিনি নৌকার মাঝি খলিলুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান হাওলাদার ও শহীদুল ইসলাম খানকে ১০ দিন করে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল, তাদের ওই টাকা ফেরত দেয়া হয়েছে।
জানতে চাইলে খেয়াঘাটের ইজারাদার মো. জাকির হোসেন বলেন, আমি অনেক দূরে আছি। এ বিষয়ে কিছুই বলতে পারব না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়ায় দণ্ডপ্রাপ্ত তিন মাঝিকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।