কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার ৫ দিন পর নিজ বাড়ির পাশের জমির মাটি চাপা অবস্থায় আদিল মোহাম্মদ সোহান ( ৮) নামে শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১৯ ই মে সকালে উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও এলাকার তালুকদার বাড়ির পাশে একটি পরিত্যাক্ত ঘাসের জমির মাটিতে ফুতে রাখাবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। শিশু আদিল মোহাম্মদ সোহান ওই এলাকার আনোয়ার হোসেন এর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগন্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , গত ১৫ মে সোমবার সোহান প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে নিখোজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্হানে খুঁজা খুজি করে না পেয়ে শিশু সোহান বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং ১০৬৪, তাং-১৬.৫.২৩)
শুক্রবার ১৯ ই মে সকালে বৃদ্ধা মহিলা রেনু বেগম (৭০) বাড়ির পাশের বাগানের একটি গাব গাছ থেকে গাব পাড়তে গেলে দূর্গন্ধ পেয়ে ও মাছির বন- বোনানি দেখে সোহানের জেঠা মনির হোসেনকে গিয়ে ঘটনা খুলে বললে এ সময় মনির হোসেন ও বাড়ির অন্যান্য লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা অবস্থায় শিশুটির অর্ধ গলিত মরদেহ দেখতে পায়।
পরে প্রতিবেশীরা এসে পুলিশকে জানায় খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।
সোহানের বাবা আনোয়ার হোসেন ও মা সন্তানের মরদেহ উদ্ধার সংবাদ পেয়েই চিৎকার দিয়ে হাউমাউ করে কাদছে পরিজনের আহাজারি ও কান্নার রোলে আকাশ যেন ভারী হয়ে উঠেছে। আর ছেলে হত্যার বিচার প্রার্থনা করছেন প্রশাসনের কাছে। অপর দিকে স্থানীয়দের দাবি দ্রুত শিশু আদিল মোহাম্মদ সোহান এর হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।