কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উক্তীর্ন (১২ বছরের ) কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে তৃনমূল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার ২০ মে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে এলাকার সাংসদ ,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের অনুসরীরা।
অন্য দিকে ওই দিন একই সময়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এম পি শফিকুর রহমানের বিরুদ্ধে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিবৃতি দেওয়ার জন্য পূর্ব নির্ধারিত সময়ে সাংবাদিকরা উপস্থিত হলে উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা সংবাদ সম্মেলন করতে পারেনি। সরকার দলীয় দুটি পরস্পর বিরোধী গ্রুপের সংঘাত এড়াতে এদিন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর অবস্থানে থাকায় কোন অপ্রীতিকর ঘঁটনা না ঘটলেও বর্তমানে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
উক্তপ্ত পরিস্থিতি দেখে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা ও থানার ওসি আবদুল মান্নান সহ একদল পুলিশ প্রেসক্লাব প্রাংগনে এসে উক্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, আমরা উপজেলা প্রশাসনের অনুরোধে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন বন্ধ করেছি। তবে সাংবাদিকদেরকে আমাদের দলীয় বিবৃতি পৌছে দিয়েছি।
তবে এ নিয়ে সরকার দলীয় কয়জন নেতাকর্মী জানায়, মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় সুবিধা পাওয়া না পাওয়ার বঞ্চনাকে কেন্দ্র করে দলীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা নিয়েই চলছে ফরিদগঞ্জে আওয়ামী লীগের দািট গ্রুপের পরস্পর বিরোধী উ্ক্তপ্ত রাজনীতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ছাড়া দুই পক্ষের এই উক্তপ্ত রাজনীতির অবসান হওয়ার কোন লক্ষন নেই বলে অনেকেই মনে করছেন।