কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রায় ৬০ ঘণ্টা পরে চাঁদপুর-নারায়ণগঞ্জ, চাঁদপুর-ঢাকাসহ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন সোমবার এসব তথ্য জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত আসার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে লঞ্চ চলাচল শুরু ঘোষণা করা হয়। লঞ্চ মালিক পক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে সকালে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা খুবই কম ছিল। লঞ্চগুলোর সিডিউলও ঠিক নেই। তখন ঘাটে এমভি আব এ জম জম-১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছিল। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসবে।
হরিণা ফেরিঘাটের সহকারী মহা-ব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী বলেন, সোমবার সকাল থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু করেছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।