টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার নিজ হাতে গড়া আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্সে) দুই দিন ব্যাপি আন্তর্জাতিক ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা সম্মেলন শুরু হয়েছে।
বুধবার (২২ মে) কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্সে) উৎসব মুখর পরিবেশে দেশী বিদেশী বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সিমন বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ সেবা বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
বুধবার (২২ মে) সকাল সারে নয়টায় সম্মেলনের উদ্ধোধন করা হয়। সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব মো. আজিজুর রহমান, ডিজি মো. টিটু মিয়া, টাঙ্গাইলের জেলা প্রশাসক, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্পিাল সিস্টার শেফালী সরকার এবং ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন শেষে পিপিএম হলে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
দুই দিন ব্যাপি সম্মেলনে একটি প্ল্যাটফর্ম তৈরীর মাধ্যমে ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্সে) মমতাময়ী কুমুদিনী নামের একটি প্রকল্প চালু করা হবে।
এছাড়া মির্জাপুর উপজেলার সাধারণ জনগনকে সম্পৃক্ত করে তিনটি ইউনিয়নে কাজটি শুরু করা হবে।