
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যেগে আমতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল একত্রিশ বার তোপদধনী, সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি,বেসরকরি, আধা সরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উও্বোলন, সকাল ৯ টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকাল ৯.৩০ মি: আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উও্বোলন ও পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ওস্কাউটস সদস্যদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো: তারেক হাসান, আমতলী থানা অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারন সম্পাদক মো: মনিরূল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো: আলমগীর হোসেন, মো: শাহ আলম, মো: খলিলুর রহমান, আমতলী উপজেলা বি,এনপির যুগ্ম আহবায়ক মো: তরিকুল ইসলাম টারজন, উপজেলা সমাজসেবা অফিসার মানজুরুল হক কাওসার পৌর জামায়াতের সভাপতি মো: নিজাম উদ্দিন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাবেক সভাপতি মো: জাকির হোসেন, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সীদাতুল্লাহ প্রমুখ।