
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সুফি ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, দুঃখী ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০, টায় উপজেলার সাদুল্লাপুর সুফি দরবার শরীফ মাঠ প্রাঙ্গনে সুফি ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় সৎ সংঘ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আল মাইজভান্ডারীর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলার সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায়৷ ঈদ সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি সৎ সংঘ ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ও মতলব উত্তর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ও সি) মোঃ রবিউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎ সঙ্গ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি সাংবাদিক লোকমান হোসেন হাবিব। এ সময় সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম জুলফিকার, সাংবাদিক সুমন আহমেদ, চমক মিডিয়ার স্বত্বাধিকারী সাংবাদিক মোঃ মনির হোশেন সহ ইউপি সদস্য গণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।