
কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুর শহরের কয়লাঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে মো. নিরব (১০) নামে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রবিবার ২৩ মার্চ বেলা ২ টার দিকে চাঁদপুর সদর উপজেলার কয়লাঘাট সংলগ্ন এলাকায় একটি শিশু ডাকাতিয়া নদীতে গোসলের সময় ইঞ্জিন চালিত বোটের সাথে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যায়। নিরব চাঁদপুর সদরের কয়লাঘাট এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে।
পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন চাঁদপুরে নিখোঁজ শিশুর সংবাদ দেয়। উক্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি ডুবুরি দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।