
কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুর জেলার দুঃস্থ অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার ২৫ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ২০২৪ – ২৫ অর্থ বছরের প্রাপ্ত তহবিল থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার উদ্যোগে এ আর্থিক অনুদান প্রদান করেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন।
৯৯ জন ব্যক্তিকে ৬ লক্ষ ১৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।