বরগুনা সংবাদদাতাঃ
সুন্দরবনের দুটি হরিণ খাবারের সন্ধানে পাথরঘাটার লোকালয়ে চলে আসে। পরে হরিণ দুটি উদ্ধার করে বন-বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।
বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল টিমের ইনচার্জ ওবায়দুল রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বন বিভাগের সূত্রে জানা গেছে, সকালে দুইটি চিত্রা হরিণ খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়ে। এ সময় তারা মানুষ দেখে ভয়ে ছোটাছুটি করে।
একপর্যায়ে বেড়ি বাঁধের পাশে থাকা জালে একটি হরিণ আটকে যায়। কিছুক্ষণ পর দ্বিতীয় হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পের নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে সুন্দরবন থেকে সাঁতরে হরিণ দুটি খাবারের সন্ধানে এলাকায় আসে।
বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল টিমের ইনচার্জ ওবায়দুল রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হরিণ দুটি দ্রুত সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে।