কাজী নজরুল ইসলাম,চাঁদপুর থেকেঃ
চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে – ২০২৪ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।
শনিবার ৯ মার্চ দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস ড্রিলসেডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে তার নিশ্চয়তা বিধানের জন্য, সাধারণ মানুষ যেন রাস্তায় নির্ভিঘ্নে চলাচল করতে তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে যারা দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করছেন তাদের শ্রদ্ধায় স্মরণ করছি।
তিনি আরো বলেন, দেশে যখন জঙ্গীবাদের উত্থান হচ্ছিল, সে জঙ্গীবাদ দমনের জন্য আমরা রক্ত দিয়েছি। যখন করোনা নামে মহামারির আবির্ভাব। তখন পুলিশ সামনের সারিতে কাজ করতে গিয়ে তাদের জীবন দিয়েছে। রাষ্ট্রের অপরাধীদের ধরতে গিয়ে জীবনের মায়া নিয়ে কখনো পুলিশ তাদের ছেড়ে দিয়ে আসেনি। বরং তাদের ধরতে গিয়ে বিভিন্ন সময়ে পুলিশ হামলার শিকার হয়েছে এবং শাহাদাত বরণ করেছে। প্রতিবছর আমরা মার্চ মাসে এই দিবস পালন করি। শাহাদাত পরিবারের সদস্যদের সাথে কথা বলি। তাদের আবেদনগুলো গুরুত্বসহকারে শুনি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্ট করি। আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে এই আয়োজন করা। তাদের যে কোন সমস্যা বাংলাদেশ পুলিশ তাদের পাশে আছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।
আলোচনা অনুষ্ঠানে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলেদেন পুলিশ সুপারসহ অন্যান্যরা। এসব পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে দুইজন সদস্য তাদের চলমান পারিবারিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর আগে জীবন উৎসর্গকারী পুলিস সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।