কাজী নজরুল ইসলাম,চাঁদপুর থেকেঃ
চাঁদপুর জেলায় “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ মার্চ অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাসুদা নূর খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তারসহ জেলা পর্যায়ের নারী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান বলেন, নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।