কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারথি হতে শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।
বুধবার ৭ ফেব্রুয়ারী জেলার মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান (জুয়েল) সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ।
সভাপ্রধান হিসাবে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার (ভারপ্রাপ্ত)।,