কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্থি উপজেলার ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে উপজেলার মৌজা ভিত্তিক ক্যাম্পেইন। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রেজওয়ানা চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় সরকারের রাজস্ব আদায় ইতিমধ্যে গণ-সচেতনতাই গণ বিজ্ঞপ্তি প্রদান, মৌজায় মৌজায় মাইকিং সম্পন্ন হয়েছে।
তারই ধারাবাহিকতায় সোমবার ৫ ফেব্রুয়ারি উপজেলার রাগৈ বাজারে অনুষ্ঠিত এ ভ্রাম্যমান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুযোগ্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
রাগৈ ভূমি অফিসের ভূমি কর পরিশোধে জনসচেতনতায় প্রচার প্রচারনায় ভূমির মালিকদের মাঝে ভূমি উন্নয়ন কর পরিশোধে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে ব্যানার ফেস্টুন ও প্রচারণায় ছিল ক্যাম্পেয়নে আসুন , ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন , সুনাগরিকের দায়িত্ব পালন করুন ও জমিতে নিজের প্রজাস্বত্ব বজায় রাখুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাগৈ মৌজার ভূমির মালিকগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রেজওয়ানা চৌধুরী, রাগৈ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্ত৷ ( ভারপ্রাপ্ত ) মোঃ মনির হোসেন সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ফলে রাগৈ মৌজার ভূমির মালিকগণ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন।
রাগৈ ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন , সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধে জনসচেতনতায় এলাকার ভূমি মালিকদের জ্ঞাতার্থে, প্রচার প্রচারণায় মাইকিং, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ সহ লিফলেট বিতরণ করছি। ফলে ভূমি মালিকরা সরকারি উন্নয়ন কর পরিশোধে অনেকাংশে উৎসাহী হচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করলে জমির রেকর্ড হালনাগাদ অবস্থায় থাকে এবং জমিতে প্রজার প্রজাস্বত্ব চলমান থাকে। দাখিলা জমির মালিকানা সত্বের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল।
তিনি আরো বলেন, ভূমি উন্নয়ন কর বকেয়া না রেখে হালনাগাদ পরিশোধ করা প্রত্যেক সু-নাগরিক এবং ভূমি মালিকদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। খাজনা আদায়ের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।