বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বাইনচটকী থেকে ইটভর্তী একটি টাফি গাড়ি বড়ইতলা ফেরি পাড় হয়ে বরগুনা জেলা শহরের দিকে রওনা হলে ঢলুয়া ইনিয়নের গুলবুনিয়া নামক স্থানে এসে গাড়িটি উল্টে ধানখেতে পড়ে যায়। এ তে ঘটনাস্থলেই গাড়ির চালক ইফাত (১৮) নামের এক টাফি (মাহেন্দ্র) চালক নিহত হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইফাদ ৮ নং সদর ইউনিয়ন আমতলী গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস এর ছেলে
স্বজনদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় নিহত ইফাদ সকাল আটার ফেরিতে ট্রাফি লোড করে ইটের খোয়া বোঝাই কিত ট্রাফি বরগুনা জেলা শহরে আসছিলো হটাৎ বড়ইতলা ফেরিঘাট রাস্তার মোড় ঘুরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাফির ড্রাইভার নিচে চাপা পড়ে, স্থানীয়রা সাথে সাথে বরগুনা সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত্যুত ঘোষণা করেন।
এ বিষয় ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম হাওলাদার বলেন ইফাদ তিনি একজন কলেজের ছাত্র সে লেখাপড়ার পাশাপাশি অবসর সময় তার চাচার ট্রাফি চালাতো সেই মর্মে প্রতিদিনের ন্যায় আজও সে ট্রাফি চালিয়ে ছিলো।ট্রাফিতে করে ইটের খোয়া নিয়ে ফেরিতে করে বরগুনা জেলা শহরে আসছিলো। হঠাৎ বড়ইতলা ফেরিঘাটের রাস্তার মোড় ঘুরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদেপড়ে যায় এতে ইফাদ গাড়ির নিচে চাপা পড়ে। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে, চিকিৎসক ইফাদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্ত করা হয়েছে।