এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম এর মতো সৎ জনপ্রতিনিধি- র প্রয়োজন। এখন সময়ের দাবী।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম এর কর্মকান্ডে তার সৃজনশীল চিন্তা ভাবনায় বহিঃপ্রকাশ লক্ষনীয় তিনি সব সময় সাধারণ জনগনের পক্ষের মানুষ হিসেবে জীবনমান উন্নয়নের চিন্তা করেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু ভালো কিছু করার চিন্তা থাকে না এ ক্ষেএে নূরুল ইসলাম চিন্তায় অগ্রগামী এবং কর্মে পথিকৃৎ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আমতলী তালতলী বরগুনা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেতলি মার্কার নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচেছন। এবং যেখানে নূরুল ইসলাম সেখানেই জনতার ভীড় দেখা যাচ্ছে।
নূরুল ইসলাম এর জীবন বৃত্তান্তে জানা যায় তিনি ১৯৫৮ সনের ১০ মে বরগুনা জেলাধীন আমতলী উপজেলার ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নের সোনা খালী গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলহাজ্ব আছমত আলী হাওলাদার মাতার নাম মরহুমা আপতুন নেছা।
তার চাকুরী বিবরনীতে জানা যায় বিসিএস ১৯৮৫ ( ৭ম ব্যাচ) তিনি প্রথমে সহকারী কালেক্টর অব কাস্টমস ও ভ্যাট,ডেপুটি কালেক্টর অব কাস্টমস ও ভ্যাট, জয়েন্ট কালেক্টর অব কাস্টমস ও ভ্যাট, অতিঃ কমিশনার অব কাস্টমস ও ভ্যাট, কমিশনার অব কাস্টমস ও ভ্যাট, পরে বিচারক (টেকনিক্যাল) কাস্টমস ও ভ্যাট, আপীলাত ট্রাইবুনাল, ঢাকা দক্ষতা সুনামের সঙ্গে কর্ম জীবনের দায়িত্ব পালন করে ২০১৮ সালে চাকুরী থেকে অবসর গ্রহণ করে বিভিন্ন শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান সহ জনকল্যাণ মূলক কাজ করে আসছেন। তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তার মতো একজন গুনীজন পেয়ে সাধারণ জনগনের মাঝে প্রশংসায় ভাসছেন। বরগুনা – ১ আমতলী, তালতলী ও বরগুনা সদর আসনে জনপ্রিয়তার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম।