ময়মনসিংহ প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলা উপজেলার আতকাপাড়া পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অটো ভর্তি বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে জব্দ করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ৬টা ৪০ মিনিটের সময় অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে, র্যাব-১৪ এর অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন আতকাপাড়া মেসার্স গিরিপথ ফিলিং ষ্টেশন এন্ড সার্ভিস সেন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে চলাচলরত ব্যাটারী চালিত অটো তল্লাশী করে অটোতে বিশেষ কৌশলে রাখা ৩৮২ বোতল ফেন্সিডিল, ১টি ব্যাটারী চালিত অটো, ৩টি মোবাইল ফোন ও নগদ ৮২০/= (আট শত বিশ টাকা) সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকৃত আসামীরা মো. শাহজাহান কবির (৩৫), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-মৃত ছকিনা খাতুন, গ্রাম-মেলাডহর, থানা-দূর্গাপুর এবং মো. ওমর ফারুক (৩৩) অটো ড্রাইভার, পিতা-শাহাবুদ্দিন, মাতা-পালানি খাতুন, গ্রাম-বাঘবেড়, ৭নং ওয়ার্ড, থানা-কলমাকান্দা, উভয় জেলা-নেত্রকোণা।
গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারী চক্রের সদস্য বলে জানায়। উক্ত আসামীদ্বয় মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় এজাহার দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, মাদক কারবারী চক্রের সাথে জড়িত অন্যদরও শনাক্ত করে আসামীদের আইনের আওতায় আনার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।