
কাজী নজরুল ইসলাম চাঁদপুরঃ
২২ দিন নিষেধাজ্ঞার পর আজ মধ্য রাত থেকে ইলিশ ধরতে পদ্মা মেঘনায় নামবে জেলেরা। সাগর থেকে মিঠা পানিতে নিরাপদ অভয়শ্রমে ডিম ছাড়ার জন্য আসা পদ্মা মেঘনা ইলিশ সহ সব ধরনের মাছ আরোহন ২২ দিনের জন্য নিষিদ্ধ ছিল।
নিষেধাজ্ঞার পর আবারও ইলিশ শিকারে নামবে তারা। এদিকে মা ইলিশ রক্ষার অভিযান এবার সফল হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসন।