
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি বলেছেন, লন্ডনে বসে সন্ত্রাসী হামলার নির্দেশ ও বাংলাদেশটা ধ্বংস করার পরিকল্পনা করছে বিএনপি। আজ বুধবার ১ নভেম্বর বিকলে চাঁদপুর স্টেডিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন, বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বানিজ্য করছে। বাংলাদেশকে যারা নিরাপত্তা দেয়, সেই পুলিশ বাহিনীকে পশুরমত পিটিয়ে হত্যা করছে বিএনপি, এমন দেশ দেখতে আমরা চাই না। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর স্টেডিয়ামে একশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।